খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে ফসল ও শস্য উৎপাদনের জন্য ঋণ বিতরণে নতুন রেকর্ড গড়েছে বাংলাদেশ কৃষি ব্যাংক (বিকেবি)। গত অর্থবছর মাত্র ৪-৫ শতাংশ সুদে তিন হাজার কোটি টাকার বেশি ঋণ পেয়েছেন পৌনে দুই লাখ কৃষক। স্বল্পসুদের এ ঋণে স্বস্তির শ্বাস নিয়েছেন তারা। পাশাপাশি অন্য ব্যাংকে আমানত কমলেও বাংলাদেশ কৃষি ব্যাংকে আমানতের পরিমাণ পাঁচ হাজার কোটি টাকা বেড়েছে। ২০২৪-২৫ অর্থবছরে দেশের এক হাজার ৩৮টি শাখা ও উপ-শাখার মাধ্যমে ব্যাংকটি সঞ্চয় সংগ্রহে উল্লেখযোগ্য উন্নতি করেছে। বিকেবির প্রতিবেদন অনুযায়ী, সরকারি নীতি বাস্তবায়নের অংশ হিসেবে চলতি (২০২৫-২৬) অর্থবছরের ১৮ সেপ্টেম্বর পর্যন্ত ঋণ বিতরণ হয়েছে এক হাজার ৭৫৬ কোটি টাকা। ২০২৪-২৫ অর্থবছরে এক লাখ ৭৮ হাজার ৩৮৬ জন নতুন কৃষক তিন হাজার ১১৬ কোটি টাকার ঋণ সুবিধা পেয়েছেন। ওই অর্থবছর মোট কৃষিঋণের পরিমাণ ছিল ৯...