সেই ১৯৫১ সালে সেভিয়ার বিপক্ষে ৪-০ গোলে হেরেছিল বার্সেলোনা। ৭৪ বছর পর আবারও একহালি গোল হজম করলো এই প্রতিপক্ষের বিপক্ষে। শনিবার রাতে সেভিয়ার মাঠে ৪-১ গোলের হার মানে হ্যান্সি ফ্লিকের শিষ্যরা। চলতি মৌসুমে লিগে এটাই বার্সেলোনার প্রথম পরাজয়। একইসঙ্গে লা লিগার শীর্ষস্থান পুনরুদ্ধারের সুযোগ হাতছাড়া করলো বার্সেলোনা। রিয়াল মাদ্রিদের ওপর চাপ তৈরি করতে জয়ের প্রয়োজন ছিল ফ্লিকের দলের, কিন্তু তারা উল্টোভাবে ইতিহাস গড়ে বড় ব্যবধানে হেরে গেলো। ম্যাচের শুরু থেকেই আধিপত্য দেখায় স্বাগতিক সেভিয়া। বার্সার অধিনায়ক রোনাল্ড আরাউহো নিজস্ব বক্সে আইজ্যাক রোমেরোকে ফাউল করলে পেনাল্টি পায় সেভিয়া। সেই সুযোগ কাজে লাগিয়ে সাবেক বার্সেলোনা তারকা আলেক্সিস সানচেজ প্রথম গোলটি করেন। এরপর দ্রুতগতির পাল্টা আক্রমণ থেকে রোমেরো নিজেই দ্বিতীয় গোলটি করে ব্যবধান দ্বিগুণ করেন। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে পেদ্রির নিখুঁত ক্রসে মার্কাস র্যাশফোর্ড...