বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদের নির্বাচন আজ। দেশের ক্রীড়াঙ্গনের সবচেয়ে বড়, ধনী ক্রীড়া সংস্থার পরবর্তী চার বছরের নীতিনির্ধারক নির্বাচন হবে আজ। কিন্তু নাটকীয়তা ও বিতর্কের যেন শেষ নেই। অনিয়ম, অস্বচ্ছতা, স্বেচ্ছাচারিতা, দুর্নীতি, রাতের আধারে ভোটসহ নানা অভিযোগ উঠেছে। এইসব কারণ দেখিয়ে এরই মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে ১৬ জন ও পরে নির্বাচনের আগের দুই দিনে আরও ৪ জন নির্বাচন বয়কট করেছেন। গতকাল দিবাগত রাতেও একজন পরিচালকপ্রার্থী সরে গেছেন। যদিও প্রত্যাহারের শেষ দিনের পর যারা নির্বাচন বয়কট করেছেন সবার নাম থাকবে ব্যালটবক্সে। তবুও ‘সমালোচনা মাথায়’ নিয়েই হবে নির্বাচন। বিসিবিতে এরই মধ্যে প্রার্থীরা নিজেদের ব্যানার, ফেস্টুন লাগিয়েছেন। নির্বাচনের ভাব জমে উঠেছে। নির্বাচনে মোট ভোটার ১৫৬ জন। সরাসরি ভোট দেবেন ৯৮ জন । ই-ব্যালটে ৫৮ জন। তিনটি ক্যাটাগরিতে হবে নির্বাচন। ক্যাটাগরি-১ জেলা ও...