আজ সোমবার (০৬ অক্টোবর) বাঙালি হিন্দু সম্প্রদায় উদ্যাপন করছে শ্রীশ্রী লক্ষ্মীপূজা, যা কোজাগরী পূর্ণিমা নামেও পরিচিত। শারদীয় দুর্গোৎসব শেষ হওয়ার পর প্রথম পূর্ণিমা তিথিতেই এই পূজা অনুষ্ঠিত হয়। হিন্দু ধর্মবিশ্বাসে এই পূর্ণিমা বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ এদিনেই দেবী লক্ষ্মীর আরাধনা করা হয় ধন-ঐশ্বর্য, সৌভাগ্য ও শান্তির প্রত্যাশায়। ধর্মীয় শাস্ত্রমতে, দেবী লক্ষ্মী ঐশ্বর্য ও সমৃদ্ধির প্রতীক। তিনি ধনসম্পদ, আলো, জ্ঞান, সৌন্দর্য, সাহস, উর্বরতা ও দানশীলতার দেবী হিসেবেও পূজিতা। হিন্দু পুরাণে লক্ষ্মীকে বিষ্ণুর পত্নী এবং তাঁর শক্তির উৎস হিসেবে বর্ণনা করা হয়েছে। পঞ্জিকা অনুযায়ী, আজ (৬ অক্টোবর) সকাল ১১টা ৫৪ মিনিটে পূর্ণিমা তিথি শুরু হবে, যা চলবে আগামীকাল মঙ্গলবার সকাল ১০টা ১ মিনিট ৪৫ সেকেন্ড পর্যন্ত। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, কোজাগরী পূর্ণিমার রাতে দেবী লক্ষ্মী ভক্তদের গৃহে আগমন করেন তাঁদের ধন-ধান্যে সমৃদ্ধ করতে। প্রাচীনকাল...