ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল শোচনীয়ভাবে পরাজিত হয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের ফল এর চেয়েও খারাপ। ডাকসুতে দ্বিতীয় হলেও জাকসুতে সার্বিকভাবে নেমে এসেছে চতুর্থ অবস্থানে । ডাকসু এবং জাকসুতে জামায়াতে ইসলামী সংশ্লিষ্ট ছাত্র সংগঠন ইসলামী ছাত্রশিবিরের বিপুল বিজয় হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে ছাত্রশিবির এর আগে কখনোই এতটা মুক্ত পরিবেশে নির্বাচন করতে পারেনি। প্রথমবার বাধাহীনভাবে নির্বাচন করেই ছাত্রশিবির অভাবনীয় ভালো ফল করেছে। শুধু নির্বাচন নয়, স্বাধীন বাংলাদেশে শিবির অগাস্ট গণঅভ্যুত্থানের আগে কখনো এ বিশ্ববিদ্যালয়ে প্রকাশ্যে সাংগঠনিক কার্যক্রমও চালাতে পারেনি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ১৯৮৯ সালে ছাত্রদল নেতা কবিরের হত্যাকাণ্ডের পর সব ছাত্রসংগঠন সম্মিলিতভাবে শিবিরকে ক্যাম্পাস থেকে বিতাড়ন করে। সে সময় থেকে গত বছর আওয়ামী লীগ সরকারের পতনের আগপর্যন্ত শিবিরের প্রকাশ্য কার্যক্রম ওই ক্যাম্পাসে অনুপস্থিত...