০৬ অক্টোবর ২০২৫, ০৮:৪৩ এএম | আপডেট: ০৬ অক্টোবর ২০২৫, ০৮:৪৫ এএম ত্রাণ নিয়ে ফিলিস্তিনের গাজা অভিমুখী নৌবহরে যোগ দেওয়ার পর ইসরায়েলের হাতে আটক হওয়া চারজন ফরাসি বামপন্থী সংসদ সদস্য অনশন শুরু করেছেন বলে তাঁদের দল ফ্রান্স আনবাউড জানিয়েছে। রোববার দলটির ইউরোপীয় পার্লামেন্ট সদস্য ম্যানন ওব্রি ফরাসি রেডিও ফ্রান্সইনফোকে এই তথ্য নিশ্চিত করেন। ম্যানন ওব্রি বলেন, আটক এমপিদের সঙ্গে তাঁদের দলের পক্ষ থেকে সরাসরি কোনো খবর পাওয়া যায়নি। তবে তাঁদের আইনজীবী এবং ফরাসি কনসালের সঙ্গে সংক্ষেপে যোগাযোগ হয়েছে। তিনি জানান, আটক চারজন এমপিকে 'কঠিন পরিস্থিতিতে' রাখা হয়েছে। একেকটি সেলে ১০ জনের বেশি মানুষ রয়েছেন এবং সেখানে পানির নাগাল পাওয়াও কষ্টকর। ফ্রান্স আনবাউড শনিবার ঘোষণা করে, তাঁদের জাতীয় সংসদের দুই সদস্য ফ্রাঁসোয়া পিকেমাল ও মারি মেসম্যর এবং ইউরোপীয় পার্লামেন্টের দুই সদস্য...