০৬ অক্টোবর ২০২৫, ০৮:৫০ এএম | আপডেট: ০৬ অক্টোবর ২০২৫, ০৮:৫০ এএম গাজা নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত পরিকল্পনার অংশ হিসেবে হামাস অস্ত্র সমর্পণে রাজি হয়েছে—এমন খবরকে সম্পূর্ণ “ভিত্তিহীন ও বিভ্রান্তিকর” বলে নাকচ করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। বিষয়টি ঘিরে আন্তর্জাতিক মহলে জল্পনা তৈরি হলেও হামাস দাবি করেছে, এটি তাদের অবস্থান বিকৃত করে জনমত প্রভাবিত করার অপচেষ্টা। রোববার (৫ অক্টোবর) তুরস্কের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি জানায়, কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশিত হয় যে, হামাস আন্তর্জাতিক তত্ত্বাবধানে ফিলিস্তিনি-মিশরীয় যৌথ প্রশাসনের কাছে তাদের অস্ত্র হস্তান্তরে সম্মত হয়েছে। তবে হামাস দ্রুতই এই দাবি অস্বীকার করে। মূলত ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় চলমান ভয়াবহ যুদ্ধ ও মানবিক বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ট্রাম্পের ঘোষিত ২০ দফার গাজা পরিকল্পনা নিয়ে নানা আলোচনা চলছে। এই পরিকল্পনার...