যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা উপকূলে সাগরের তলদেশে বহু বছরের পুরোনো গুপ্তধন খুঁজে পেয়েছে একদল ডুবুরি। ফ্লোরিডার বিখ্যাত ‘ট্রেজার কোস্ট’ থেকে উদ্ধার হওয়া এই গুপ্তধনের বাজারমূল্য প্রায় ১০ লাখ ডলার (প্রায় ১২ কোটি ১৭ লাখ টাকা)। উদ্ধারকৃত সম্পদের মধ্যে রয়েছে এক হাজারের বেশি স্বর্ণ ও রৌপ্যমুদ্রা। ধারণা করা হচ্ছে, এই মূল্যবান মুদ্রাগুলো বলিভিয়া, মেক্সিকো ও পেরুর স্প্যানিশ উপনিবেশগুলোতে তৈরি করা হয়েছিল। ১৭১৫ সালে গয়না বহনকারী জাহাজের একটি বহরে করে বিপুল পরিমাণ গুপ্তধন স্পেনে পাঠানো হচ্ছিল। কিন্তু বহরটি ঝড়ের কবলে পড়ে ডুবে যায় এবং সেই মূল্যবান সম্পদ সমুদ্রের তলদেশে ছড়িয়ে–ছিটিয়ে হারিয়ে যায়। জাহাজের ওই বহরে ১১টি জাহাজ ছিল এবং ঝড়ের কারণে প্রায় এক হাজার মানুষ প্রাণ হারিয়েছিলেন। ফ্লোরিডার ট্রেজার কোস্টে গুপ্তধনের খোঁজ পাওয়া নতুন কোনো ঘটনা নয়; বরং গত কয়েক বছরে এই এলাকা থেকে...