হচ্ছে মুসলিমদের। পৌরাণিক কাহিনির ভিলেন চরিত্রগুলোতে ইসলাম ধর্মের অনুসারীদের চিত্রিত করার এবার এক ‘নয়া ট্রেন্ড’ চালু করেছে গেরুয়া শিবির বা উগ্র হিন্দুত্ববাদীরা। প্রতিবেশী দেশের সরকার প্রধান ড. মুহাম্মদ ইউনূসকে ‘অসুর’ হিসেবে দেখানো হয়েছিল পূজামণ্ডপে। তা নিয়ে বেশ বিতর্কও হয়েছিল। এবার আর প্রতিবেশী দেশের কেউ নয়, নিজ দেশের কৃতী সন্তানদেরই দেখানো হলো রাবণ হিসেবে। দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের (জেএনইউ) দুই প্রাক্তন কৃতী ছাত্র উমর খালিদ, শারজিল ইমামদের ‘রাবণ’ হিসেবে দেখানো হয়েছে ‘দশেরা’ উৎসবে। তাও আবার খোদ বিশ্ববিদ্যালয় চত্বরেই। বলাবাহুল্য পৌরাণিক কাহিনির ‘ভিলেনদের’ চরিত্রে মুসলিমদের চিত্রিত করার গেরুয়া শিবিরের এই ‘নয়া ট্রেন্ড’-এর লক্ষ্য একটাই- ইসলাম বিদ্বেষকে আরো তীব্র করে তোলা। প্রাচীন সংস্কৃত মহাকাব্য রামায়ণে বর্ণিত, লঙ্কারাজ রাবণকে বধ করেছিলেন রাম। তার সেই বিজয়কে উদযাপন করতে ‘দশেরা’ উৎসব করে থাকেন হিন্দু ধর্মাবলম্বীরা। দিল্লির...