ত্রাণ নিয়ে ফিলিস্তিনের গাজামুখী ‘ফ্রিডম ফ্লোটিলা’-র কনশানস জাহাজে থাকা আলোকচিত্রী ও দৃকের ব্যবস্থাপনা পরিচালক শহিদুল আলম তাঁর বর্তমান অবস্থান ও গাজায় পৌঁছানোর সময় নিয়ে জনমনে ওঠা প্রশ্নের জবাব দিয়েছেন। রোববার বাংলাদেশ সময় দুপুর সাড়ে ১২টার পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই জবাব দেন এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি গুরুত্বপূর্ণ আহ্বান জানান। শহিদুল আলম তাঁর অবস্থান জানতে আগ্রহীদের জন্য একটি কার্যকর উপায় বাতলে দিয়েছেন। তিনি লেখেন, “প্রথম প্রশ্নের ক্ষেত্রে, সবচেয়ে ভালো উপায়, ট্র্যাকার ব্যবহার করে আমাদের যাত্রাপথ অনুসরণ করা।” তিনি জানান, 'ফরেনসিক আর্কিটেকচার' নামের একটি সাইট কনশানস ও থাউজেন্ড ম্যাডলিনস—উভয় নৌবহরের যাত্রাপথ ট্র্যাক করছে। আবু সাঈদ হত্যাকাণ্ডের ওপর তদন্তমূলক ফিল্ম তৈরিতে দৃক এই সাইটের সঙ্গে সহযোগিতা করেছিল। গাজায় পৌঁছাতে আর কত সময় লাগবে—এই প্রশ্নের জবাবে শহিদুল আলম স্পষ্ট...