ইরানের প্রথম হাইব্রিড রিমোট সেন্সিং ও যোগাযোগ স্যাটেলাইট ‘ডুয়াল-ভিউ ১’ উৎক্ষেপণের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই স্যাটেলাইটটি কক্ষপথে পাঠানোর পরিকল্পনা রয়েছে। ‘ডুয়াল-ভিউ ১’ স্যাটেলাইটটি নির্মাণ করেছে এক জ্ঞানভিত্তিক ইরানি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা হোসেইন শহরাবি তাসনিম সংবাদ সংস্থাকে জানান, এটি কওসার ও হোদহোদ স্যাটেলাইটের পরবর্তী সংস্করণ হিসেবে তৈরি হয়েছে, যেখানে দুই স্যাটেলাইটের মিশনকে একত্রিত করা হয়েছে। তিনি বলেন, এই স্যাটেলাইটটি ইরানের প্রথম সমন্বিত রিমোট সেন্সিং ও যোগাযোগ স্যাটেলাইট, যা ভবিষ্যতে পরিকল্পিত একাধিক স্যাটেলাইটের নক্ষত্রপুঞ্জ (constellation) বা সমন্বিত ব্যবস্থার অংশ হবে। শহরাবির ভাষায়, আপগ্রেডেড ‘ডুয়াল-ভিউ ১’-এ যুক্ত করা হয়েছে অতিরিক্ত সৌর সেল ও উন্নত যোগাযোগ ব্যবস্থা। কওসার ও হোদহোদ স্যাটেলাইটে ব্যবহৃত তিনটি যোগাযোগ লিঙ্কের মধ্যে সবচেয়ে কার্যকরগুলো এতে সংযুক্ত করা হয়েছে।...