০৬ অক্টোবর ২০২৫, ০৭:৪৩ এএম | আপডেট: ০৬ অক্টোবর ২০২৫, ০৭:৪৩ এএম বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে গুণী শিক্ষকদের উত্তরা পাবলিক লাইব্রেরির পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হয়েছে।এসময় ৩২ শিক্ষকের হাতে সম্মাননা-২০২৫ তুলে দেওয়া হয়েছে। রবিবার বিকেলে উত্তরা ৬ নম্বর সেক্টরে অবস্থিত "উত্তরা কমিউনিটি সেন্টার"-এ আয়োজিত ‘শিক্ষক আলোর দিশারী’ শীর্ষক এক আলোচনা সভা ও বিশ্ব শিক্ষক দিবসের বর্ণাঢ্য আয়োজনে তাদেরকে সম্মাননা প্রদান করা হয়। আয়োজনে গুণী শিক্ষকদের হাতে সম্মাননা তুলে দেন আলোচনা সভার সভাপতি ও পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আব্দুল লতিফ মাসুম, প্রধান আলোচক অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান শামসুল আলম লিটন, বিআইআইটি মহাপরিচালক প্রফেসর ড. মোহাম্মদ আব্দুল আজিজ ও সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ ট্রাস্ট্রি বোর্ড মেম্বার ফেরদৌস খান আলমগীর এর মতো বরেণ্য...