নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ ধরায় পদ্মা নদী থেকে ৪ জেলেকে আটক করেছে নৌ পুলিশ।মাদারীপুরের শিবচরে রোববার (৫ অক্টোবর) বিকেলে পদ্মা নদীর বন্দরখোলা ইউনিয়নের কাজীরসূরা ও চর নাছিরপুর এর মধ্যবর্তী স্থান থেকে তাদের আটক করা হয়। নৌ পুলিশ ও মৎস অফিস সূএে জানা যায়,‘৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিন,এসময় ইলিশ মাছ আহরণ,পরিবহন,বিপণন ও মজুত সম্পূর্ণ নিষিদ্ধ।কিন্তু সরকারি নিষিদ্ধ ঘোষণার পরও কিছু অসাধু জেলে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মা ইলিশ শিকার করে,যা আইনত দন্ডনীয় অপরাধ। মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৪ জেলেকে আটক হয়েছে।আটককৃতরা হলেন- ফরিদপুর জেলার সদরপুর থানার নাজির মাহমুদ হাজী কান্দি গ্রামের ১/রাসেল মাতুব্বর (১৯),২/তারা মিয়া মাতুব্বর (৩৫),৩/কালাই মাতুব্বর (২৮) এবং একই জেলা ও থানার বাবর আলী মোল্লাকান্দি গ্রামের ৪/সুমন মোল্লা (২০)। এসময় তাদের কাছ থেকে ২ হাজার...