ঢাকা:মালদ্বীপ প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি ড. মোহাম্মদ মুইজ্জুর কাছে পরিচয়পত্র পেশ করেছেন দেশটিতে নবনিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম। রোববার (৫ অক্টোবর) প্রেসিডেন্ট প্যালেসের রিপাবলিক স্কোয়ারে পৌঁছালে জাতীয় প্রতিরক্ষা বাহিনীর একটি চৌকস দল হাইকমিশনারকে গার্ড অব অনার দেয়।চিফ এবং ডেপুটি চিফ অব প্রটোকল তাকে স্বাগত জানান। গার্ড অব অনার দেওয়ার পর এক মনোজ্ঞ বেরু ধুম্মারি শোভাযাত্রা (সাংস্কৃতিক শোভাযাত্রা) অনুষ্ঠিত হয়। আনুষ্ঠানিক কার্যক্রম শেষে হাইকমিশনার রাষ্ট্রপতি কার্যালয়ে পৌঁছান এবং দর্শনার্থী বইয়ে সই করেন। এরপর রাষ্ট্রপতি কার্যালয়ের গাজী হলে রাষ্ট্রপতি ড. মোহাম্মদ মুইজ্জু, পররাষ্ট্রমন্ত্রী এবং জ্যেষ্ঠ কর্মকর্তাদের উপস্থিতিতে হাইকমিশনার ড. নাজমুল ইসলাম তার পরিচয়পত্র রাষ্ট্রপতির কাছে পেশ করেন। পরিচয়পত্র গ্রহণের পর রাষ্ট্রপতি প্রায় ১০-১৫ মিনিটের এক সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন। আলোচনায় দুই বন্ধুপ্রতিম দেশের মধ্যে বিদ্যমান চমৎকার সম্পর্ককে আরও জোরদার করার এবং সহযোগিতা...