বুখারি শরিফের হাদিসে এসেছে, দোয়াই হলো ইবাদত। এ দোয়ার মাধ্যমে বান্দা তার রবের সঙ্গে সরাসরি সম্পর্ক স্থাপন করে, আর দোয়ার ভেতরেই নিহিত থাকে মানুষের আত্মসমর্পণ, বিনয় আর একান্ত নির্ভরতার প্রকাশ। কোরআন-হাদিসে দোয়ার গুরুত্ব, দোয়ার নমুনা ও দোয়ার আদব নিয়ে অসংখ্য নির্দেশনা পাওয়া যায়। দোয়া যেমন বান্দার দুর্বলতাকে আল্লাহর দরবারে প্রকাশ করে, তেমনি আল্লাহর অসীম দয়া ও করুণাকে আহ্বান করে। রাসুলুল্লাহ (স.) উম্মতকে দোয়া করতে উদ্বুদ্ধ করেছেন এবং প্রতিটি বিষয়ে নির্দিষ্ট দোয়া শিক্ষা দিয়েছেন। কখনো কখনো তিনি কোরআনের সুরার মতো দোয়া মুখস্থ করাতেন। এর পেছনে গভীর হেকমত রয়েছে। আল্লাহ ও তার রাসুলের শেখানো দোয়া কবুল হওয়ার সম্ভাবনা সর্বাধিক। মহান আল্লাহ প্রথম মানব আদম (আ.)-কে দোয়া শিখিয়েছেন। কোরআনে ইরশাদ হয়েছে, ‘অতঃপর আদম তার রবের পক্ষ...