জয়ার সামাজিক মাধ্যমে সম্প্রতি কিছু ছবি শেয়ার করা হয়। যেখানে তাকে দেখা যায় তার পালিত তিনটি পোষ্য নিয়ে রাস্তায় ঘুরতে বেড়িয়েছেন। রাস্তার মাঝে গাড়ি থামিয়ে তাদের সঙ্গে খেলছেন। সুন্দর এই মুহূর্ত ক্যামেরাবন্দি করে ফেসবুকে শেয়ার করেন জয়া।জয়া সবসময়ই সমাজের সচেতনমূলক কাজের সঙ্গে নিজেকে যুক্ত রাখেন। এ ছাড়া রাস্তার অসহায় কুকুর-বিড়াল নিয়েও কাজ করেন তিনি।বর্তমানে এ অভিনেত্রী কলকাতায় আছেন। সেখানে দুর্গাপূজার সময় বিভিন্ন শহরে ঘুরে বেড়িয়েছেন। যার ছবিও ভক্তদের সঙ্গে শেয়ার করেন জয়া। দেশে মুক্তি পাওয়া জয়ার সবশেষ সিনেমা ‘ফেরেশতে’। তিন বছর অপেক্ষার পর গত ১৯ সেপ্টেম্বর দেশের সব সিনেপ্লেক্সে মুক্তি পায় এটি। সিনেমাটি বাংলাদেশ-ইরান যৌথ প্রযোজনার চলচ্চিত্র। পরিচালনা করেছেন ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজম। জয়া সবসময়ই সমাজের সচেতনমূলক কাজের সঙ্গে নিজেকে যুক্ত রাখেন। এ ছাড়া রাস্তার অসহায় কুকুর-বিড়াল নিয়েও কাজ...