০৬ অক্টোবর ২০২৫, ০৭:৫৮ এএম | আপডেট: ০৬ অক্টোবর ২০২৫, ০৭:৫৮ এএম ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে তিন চাকার যান চলাচল বন্ধে কঠোর পদক্ষেপ নিয়েছেন ফেনীর ছাগলনাইয়া উপজেলার ফাজিলপুর হাইওয়ে (মুহুরিগঞ্জ) থানা পুলিশ।রোববার (৫ অক্টোবর) বিকেলে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মুহুরীগঞ্জ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। হাইকোর্টের আদেশ অনুসরণ ও ব্যক্তিগত নিরাপত্তার স্বার্থে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তিন চাকার গাড়িকে "না" বলুন। এবিষয়ে ফাজিলপুর হাইওয়ে থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকারিয়া জাকির জানান, হাইকোর্টের নির্দেশ অনুযায়ী ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে তিন চাকার যানবাহন ইজিবাইক, সিএনজিচালিত অটোরিকশা, টমটম, ভটভটি, করিমন ও নসিমন চলাচল নিষিদ্ধ করা হয়েছে। হাইওয়ে পুলিশ মহাসড়কে দুর্ঘটনা ও প্রাণহানি কমাতে সর্বোচ্চ চেষ্টা করছে। এরপরও মাঝে মাঝে পুলিশের চোখ ফাঁকি দিয়ে মহাসড়কে তিন চাকার ছোট যান চলাচল করে। এখন থেকে মহাসড়কে যাতে কোনো ধরনের তিন চাকার...