শারজার প্রখর রোদে প্রতিদিনের মতো গাড়ির স্টিয়ারিং হাতে নিয়েছিলেন হারুন সরদার। ভাবেননি, এক টুকরো কাগজ একটি লটারির টিকেট তার জীবনের গতি এমন বদলে দেবে। আবুধাবির আলোচিত ‘বিগ টিকেট লটারিতে’ ২০ মিলিয়ন দিরহাম, অর্থাৎ প্রায় ৬৬ কোটি ৫০ লাখ টাকা জিতে তিনি এখন সংযুক্ত আরব আমিরাতজুড়ে আলোচনায়। হারুন সরদার পেশায় একজন ব্যক্তিগত গাড়িচালক। প্রায় দেড় দশক ধরে সংযুক্ত আরব আমিরাতে কাজ করছেন স্থানীয় এক আরব পরিবারের সঙ্গে। নিজের ঘাম ও পরিশ্রমে দাঁড় করিয়েছেন জীবনের স্থিতি। কিন্তু ভাগ্যের খেলায় এবার সেই স্থিতি পেল এক নতুন রূপ। “আমিরাত সবসময় আমাকে আমার কল্পনার চেয়েও বেশি কিছু দিয়েছে,” স্থানীয় গণমাধ্যমকে বললেন হারুন। “তাই এ দেশটাকে অনেক ভালোবাসি। এখানে থেকেই আমি একটা ব্যবসা করতে চাই, চাই নিজের ভবিষ্যৎ গড়তে।” হারুন জানান, তারা দশ বন্ধু মিলে ১...