মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা যুদ্ধের অবসান প্রচেষ্টায় জড়িত সব পক্ষকে দ্রুত পদক্ষেপ নিতে আহ্বান জানিয়েছেন। সোমবার মিশরে হামাস ও ইসরায়েলের মধ্যে পরোক্ষ শান্তি আলোচনা শুরুর কথা রয়েছে। এই আলোচনা শুরু হচ্ছে এমন এক সময়, যখন হামাস যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত ২০ দফা শান্তি পরিকল্পনার কয়েকটি বিষয়ে সম্মতি জানিয়েছে—এর মধ্যে রয়েছে জিম্মিদের মুক্তি এবং গাজার প্রশাসন দায়িত্ব ফিলিস্তিনি টেকনোক্র্যাটদের হাতে তুলে দেওয়া। তবে সংগঠনটি এখনো কিছু শর্তে আলোচনা করতে চায়। হামাসের প্রতিক্রিয়ায় নিরস্ত্রীকরণ বা ভবিষ্যতে গাজা শাসনে তাদের কোনো ভূমিকা থাকবে না—এই দুটি মূল দাবি উল্লেখ করা হয়নি। সামাজিক মাধ্যমে এক পোস্টে ট্রাম্প বলেন, “আলোচনাগুলো খুবই সফল হয়েছে। আমাকে জানানো হয়েছে যে প্রথম ধাপ এই সপ্তাহেই শেষ হবে, তাই সবাইকে দ্রুত এগোতে বলছি।” তিনি আরও সতর্ক করে বলেন, “সময় অতি গুরুত্বপূর্ণ—না হলে...