বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনের ২৪ ঘণ্টাও বাকি নেই। তার আগেই সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন জামালপুর ক্রীড়া সংস্থার কাউন্সিলর হয়ে ঢাকা বিভাগের পরিচালক পদপ্রার্থী আবদুল্লাহ আল ফুয়াদ রেদুয়ান। ভোট ব্যবস্থাপনার বিরুদ্ধে অভিযোগ তুলে নির্বাচন বর্জন করেছেন তিনি। বিসিবি নির্বাচনকে আওয়ামী লীগ সরকারের ‘রাতের ভোট’-এর সঙ্গে তুলনা করেন তিনি।বিসিবি নির্বাচনের শুরু থেকেই নানা বিতর্ক দেখা যাচ্ছে। তারপরও মনোনয়নপত্র যাচাই-বাছাই প্রক্রিয়া শেষে ঢাকা থেকে প্রার্থী হয়েছিলেন তিনজন। প্রত্যাহারের নির্ধারিত সময়ের পরও ছিলেন তিনজনই। অর্থাৎ দুই পরিচালকের বিপরীতে তিনজন প্রার্থীর নির্বাচনী লড়াই হওয়ার কথা ছিল ঢাকা বিভাগে। কিন্তু আবদুল্লাহ আল ফুয়াদের শেষ মুহূর্তে এসে বর্জনের ডাকে আপাতত আমিনুল ইসলাম বুলবুল ও নাজমুল আবেদীন ফাহিমকে জয়ী বলেও বিবেচিত করা যেতে পারে। যদিও ব্যালটে নাম থাকবে আবদুল্লাহ আল ফুয়াদেরও। তবে কেন এই মুহূর্তে এসে এমন...