দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক। এবারের দুর্গাপূজায় তার কোনো সিনেমা মুক্তি না পেলেও, উৎসবের আমেজেই জানিয়ে দিলেন নতুন চমক—আসছে তার পরবর্তী ছবি ‘স্বার্থপর’। আগামী ২০ অক্টোবর কালীপূজায় মুক্তি পাবে সিনেমাটি। সম্প্রতি প্রকাশিত হয়েছে এর মোশন পোস্টার, যা এরই মধ্যে দর্শকমহলে সাড়া ফেলেছে।পোস্টারটি শেয়ার করে ভক্তদের উদ্দেশে কোয়েল ক্যাপশনে লিখেছেন—‘রক্ত মানেই কি আপন?’ এই সংলাপেই যেন ইঙ্গিত মিলেছে ছবির মূল গল্পের। রক্তের সম্পর্ক নয়, বরং হৃদয়ের টানই কখনো কখনো হয়ে ওঠে আসল বন্ধন—এমন এক আবেগঘন কাহিনি নিয়ে নির্মিত হয়েছে সিনেমাটি।পোস্টারে দেখা যাচ্ছে, কোয়েলের দাদার ভূমিকায় অভিনয় করেছেন কৌশিক সেন। ভাইবোনের সম্পর্ক, পারিবারিক টানাপোড়েন ও এক আইনি লড়াইয়ের ঘটনাই গড়ে তুলেছে গল্পের মূলে থাকা নাটকীয়তা।‘স্বার্থপর’-এ আরও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন রঞ্জিত মল্লিক, অনির্বাণ চক্রবর্তী ও ইন্দ্রজিৎ চক্রবর্তী। জানা গেছে, রঞ্জিত মল্লিককে দেখা...