ভারতীয় সিনেমার জনপ্রিয় তারকা জুটি রাশমিকা মান্দানা ও বিজয় দেবরকোন্ডা। প্রায় এক দশকের বেশি সময় ধরে গুঞ্জন উড়ছে, প্রেম করছেন এই যুগল। যদিও তা অস্বীকার করে আসছিলেন তারা। সবকিছু পেছনে ফেলে বাগদানের মাধ্যমে গুঞ্জনই বাস্তবে রূপ দিয়েছেন বলে দাবি ভারতীয় গণমাধ্যমের। যদিও এ নিয়ে টুঁ-শব্দ করেননি বিজয় কিংবা রাশমিকা। বাগদানের খবরে সিলমোহর না দিলেও বিজয়-রাশমিকাকে নিয়ে চর্চায় মেতেছেন তাদের ভক্ত-অনুরাগীরা। আলোচনায় উঠে এসেছে, এ জুটির অর্জিত সম্পদের পরিমাণ। চলুন জেনে নিই, রাশমিকা না কি বিজয়, কে বেশি ধনী—আরো পড়ুন:বাগদানের পরও রাশমিকার প্রথম বিয়ে কেন ভেঙেছিল?সেরা অভিনেতা আল্লু, অভিনেত্রী রাশমিকা রাশমিকার সম্পদ ও আয়ের উৎসফোর্বসের তথ্য অনুসারে, ভারতীয় সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা ৬৬ কোটি রুপির (বাংলাদেশি মুদ্রায় ৯০ কোটি ৫২ লাখ টাকা) মালিক। ‘পুষ্পা’ সিনেমায় আল্লু অর্জুনের বিপরীতে শ্রীবল্লী চরিত্রে...