ফিলিস্তিনের গাজায় শান্তি ফেরাতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া শান্তি প্রস্তাব হামাস আংশিকভাবে মেনে নেওয়ার পর ট্রাম্প জানিয়েছেন, ইসরায়েলও প্রাথমিকভাবে সেনা প্রত্যাহারে রাজি হয়েছে। এতে দুই বছর ধরে গাজায় চলা যুদ্ধ বন্ধের বিষয়ে নতুন করে আশা জেগেছে। আন্তর্জাতিক মহল এ অগ্রগতিকে স্বাগত জানিয়ে বলছে, এর মধ্য দিয়ে গত দুই বছরের মধ্যে যুদ্ধবিরতির সবচেয়ে কাছাকাছি পৌঁছানো গেছে। এমন পরিস্থিতিতে আজ সোমবার মিশরের রাজধানী কায়রোয় ইসরায়েল, হামাস, অন্যান্য ফিলিস্তিনি পক্ষ ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা বৈঠকে বসতে চলেছেন। ট্রাম্পের ২০ দফা পরিকল্পনার যেসব বিষয়ে হামাস এখনো সম্মত হয়নি, সেগুলো নিয়ে আলোচনা করাই এ বৈঠকের মূল উদ্দেশ্য। ইসরায়েলি, ফিলিস্তিনি, যুক্তরাষ্ট্র ও আরব নেতারা সবাই যুদ্ধরত পক্ষগুলোর প্রতি একটি চুক্তিতে পৌঁছানোর জন্য জোরালো আহ্বান জানিয়েছেন।তবে গাজায় শান্তি ফেরাতে সব পক্ষকে ট্রাম্পের পরিকল্পনায় রাজি করাতে যখন জোর...