আর্থসামাজিক সমস্যার সমাধানে ইসলাম রেখেছে গুরুত্বপূর্ণ অবদান। ইসলাম জাহেলি যুগের সেই জুলুম-অত্যাচারের অর্থব্যবস্থা ভেঙে দিয়ে শান্তির অর্থব্যবস্থা প্রবর্তন করেছে। সেগুলোর মধ্যে অন্যতম হলো জাকাত ব্যবস্থার প্রবর্তন, সুদ নিষিদ্ধকরণ, দানের প্রতি উদ্বুদ্ধকরণ, অপচয় ও কৃপণতা নিষিদ্ধকরণ ইসলাম আল্লাহ প্রদত্ত শান্তিময় এক জীবন বিধান। ইসলামের আগমনের আগে মানুষ জাহেলি যুগের অন্ধকারে নিমজ্জিত ছিল। তখন খুন, রাহাজানি, দাঙ্গাহাঙ্গামা ছিল প্রতিদিনের ঘটনা। সেই দুর্যোগময় অবস্থা থেকে মানুষকে মুক্তি দিয়েছে ইসলাম। উপহার দিয়েছে শান্তিময় এক সোনালি সমাজ। ইসলাম শুধু ব্যক্তিজীবন নয়, বরং পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয়সহ সব ক্ষেত্রে সমাধান দিয়েছে। আর্থসামাজিক সমস্যার সমাধানে ইসলাম রেখেছে গুরুত্বপূর্ণ অবদান। ইসলাম জাহেলি যুগের সেই জুলুম-অত্যাচারের অর্থব্যবস্থা ভেঙে দিয়ে শান্তির অর্থব্যবস্থা প্রবর্তন করেছে। এক্ষেত্রে ইসলামের প্রবর্তিত বিষয়গুলোর মধ্য থেকে অন্যতম কয়েকটি উল্লেখ করা হলো। জাকাত ব্যবস্থা : সমাজের ধনী ব্যক্তিদের...