মানুষের জীবনের প্রতিটি ক্ষেত্রে হালাল-হারামের গুরুত্ব অপরিসীম। এক্ষেত্রে ইসলাম সুনির্দিষ্ট সীমারেখা দিয়েছে। কখনো কোনো জিনিস বাহ্যত হালাল মনে হলেও ভেতরে সন্দেহজনক কিছু থাকতে পারে। তাই ইসলামের শিক্ষা হলো, সন্দেহজনক জিনিস থেকেও দূরে থাকা। কারণ যে ব্যক্তি সন্দেহজনক বিষয় থেকে বেঁচে থাকে, সে নিজেকে হারামের ফাঁদ থেকে রক্ষা করে। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এ বিষয়ে সর্বোচ্চ সতর্ক ছিলেন। হাদিসে বর্ণিত এমনই এক ঘটানা উল্লেখ করা হলো। জনৈক আনসার সাহাবি থেকে বর্ণিত। তিনি বলেন, একদা আমরা রাসুলুল্লাহ (সা.)-এর সঙ্গে এক ব্যক্তির জানাজায় শরিক হলাম। এ সময় আমি দেখতে পাই, রাসুলুল্লাহ (সা.) কবরের কাছে দাঁড়িয়ে যারা কবর খুঁড়ছিল তাদের বলেন, পায়ের দিকে প্রশস্ত করো, মাথার দিকে চওড়া করো। এরপর তিনি সেখান থেকে ফেরতে উদ্যত হলে জনৈক মহিলার আহ্বানকারী রাসুলুল্লাহ (সা.)-কে ডাকার জন্য...