মানবজাতি যখন আকাশের দিকে তাকায়, তখন সীমাহীন বিস্ময়ে ডুবে যায়। নক্ষত্রখচিত আকাশ, চন্দ্র-সূর্যের নির্ভুল গতিবিধি, বাতাসের প্রবাহ কিংবা মেঘের সঞ্চালন, সবকিছুই যেন এক অদৃশ্য শক্তির নিখুঁত পরিকল্পনায় পরিচালিত। মানুষ যতই অগ্রসর হোক, বিজ্ঞান যতই নতুন নতুন রহস্য উন্মোচন করুক, প্রকৃতির অসীম বৈচিত্র্যের সামনে সে প্রতিনিয়ত বিস্মিত। এই প্রাকৃতিক বৈচিত্র্য মহান আল্লাহর সৃষ্টিশীলতার এক অনুপম নিদর্শন। কোরআন মাজিদে বারবার মানুষকে আহ্বান জানানো হয়েছে আসমান-জমিন ও সৃষ্টিজগৎ নিয়ে চিন্তা করার জন্য। মহান আল্লাহ বলেন, ‘নিশ্চয়ই আকাশমণ্ডলী ও পৃথিবীর সৃষ্টিতে এবং রাত-দিনের পরিবর্তনে জ্ঞানীদের জন্য নিদর্শন রয়েছে।’ (সুরা আলে ইমরান ১৯০) প্রকৃতিতে বিরাজমান মহান নানা সৃষ্টি সম্পর্কে বিবরণী উল্লেখ করা হলো। পর্বত ও পৃথিবীর ভারসাম্য : পৃথিবীর ভূগঠনে পর্বতমালা এক বিশেষ ভূমিকা রাখে। বিজ্ঞানের ভাষায় পাহাড় হচ্ছে টেকটোনিক প্লেটের সংঘর্ষ থেকে গঠিত এক...