জন্মনিবন্ধন ঘিরে জটিলতায় বছরের পর বছর ভুগছেন নাগরিকরা। জন্ম ও মৃত্যুনিবন্ধনের দায়িত্ব রেজিস্ট্রার জেনারেলের হলেও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস সংস্থার আয় বাড়ানোর নামে একক সিদ্ধান্তে নিজস্ব সার্ভার চালু করেন। আইন অমান্যের এই উদ্যোগে দক্ষিণ সিটিতে ৭৯ হাজারের বেশি মানুষ সীমাহীন ভোগান্তিতে পড়েন; নতুন করে আবার ফি দিয়ে নিবন্ধন করতে হচ্ছে তাদের। সংশ্লিষ্টরা এটিকে একজন নগরপিতার ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতা হিসেবে দেখছেন। এরই মধ্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো আজ জাতীয় জন্ম ও মৃত্যুনিবন্ধন দিবস পালন করছে।ডিএসসিসির খিলগাঁও আঞ্চলিক কার্যালয় থেকে ছেলে রাসেল রানার জন্মসনদ ফের তুলেছেন নাহিদুল ইসলাম। তিনি বলেন, ‘কয়েক মাস আগে জানলাম, সাবেক মেয়র তাপসের আমলে বিতরণ করা জন্মসনদ ভুয়া। বাচ্চাকে শিগগির স্কুলে ভর্তি করাতে হবে বলে...