ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানাধীন উস্থি ইউনিয়নে মোগল আমলের সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে তেরশ্রী জামে মসজিদ। কিন্তু সংস্কার ও রক্ষণাবেক্ষণের অভাবে প্রায় ৬০০ বছরের অসাধারণ নির্মাণশৈলীর এ প্রাচীন স্থাপনাটি এখন ধ্বংসের মুখে। মসজিদটির সংরক্ষণে প্রত্নতত্ত্ব অধিদপ্তর ও সরকারের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।জানা যায়, মোগল আমলে আনুমানিক ১৪০০ খ্রিষ্টাব্দে নির্মিত এ মসজিদটি তার অনন্য স্থাপত্যশৈলীর জন্য গুরুত্বপূর্ণ। চুন-সুরকি ও মসুর ডালের মিশ্রণে নির্মিত এক গম্বুজবিশিষ্ট তেরশ্রী জামে মসজিদটির আয়তন ২২ ফুট বাই ২২ ফুট। মসজিদের চার কোণে ও পাশের খামের ওপর মোট আটটি ছোট মিনার, দুটি দরজা ও দুটি জানালা রয়েছে। দেয়ালের ব্যাস চার থেকে ৬ ফুট পর্যন্ত এবং দেয়ালে শোভিত রয়েছে গুল্ম, লতাপাতা ও ফুলেল কারুকার্য, যা প্রাচীন ইসলামী স্থাপত্যের এক উজ্জ্বল নিদর্শন।মসজিদের পশ্চিম দেয়ালের মেহরাবে ছয়টি কুঠুরি...