চার মাস আগে স্বল্প সময়ের জন্য বিসিবি প্রেসিডেন্টের চেয়ারে বসেছিলেন আমিনুল ইসলাম বুলবুল। চার মাস যেতেই এবার লম্বা সময়ের জন্য বিসিবি প্রধানের দায়িত্ব পেতে যাচ্ছেন তিনি। আজ রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে হবে বিসিবির পরিচালনা পর্ষদ নির্বাচন। সেখানে নির্বাচিত পরিচালকদের ভোটে প্রেসিডেন্ট হতে যাচ্ছেন বুলবুল—সেটা অনুমেয়ই। কিন্তু স্বল্প সময়ের প্রেসিডেন্ট থেকে যেভাবে লম্বা সময়ের দায়িত্বে যাচ্ছেন তিনি, সেখানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রভাবও দেখছেন ক্রীড়াঙ্গনের অনেকেই। অনেক প্রার্থী সরকারি হস্তক্ষেপের অভিযোগে নির্বাচন থেকেও সরে দাঁড়িয়েছিলেন। তবে এমন অভিযোগ অস্বীকার করেছেন বুলবুল। উল্টো সম্প্রতি তার বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগের ব্যাপারেও খোলামেলা উত্তর দিয়েছেন সাবেক এ ক্রিকেটার। মাঠের ক্রিকেটের চেয়ে বোর্ড চালানো যে কঠিন, সেটাও অনুধাবন করেছেন তিনি। আর সেজন্যই বললেন, এখানে অনেক নো বল হয়ে গেছে।বিসিবি প্রেসিডেন্ট হিসেবে গতকাল শেষদিন ছিল বুলবুলের। অফিসের ফাঁকে...