বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রিজ্জাকুল ইসলাম রাজুকে হ্যান্ডকাফসহ পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে স্থানীয়রা। গত শনিবার রাত ৮টার দিকে উপজেলার চকভোলা খাঁ এলাকায় এ ঘটনা ঘটে। গতকাল রবিবার বিকেল ৪টা পর্যন্ত ওই আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার বা হ্যান্ডকাফ উদ্ধার করতে পারেনি পুলিশ। চকভোলা খাঁ গ্রামের স্থানীয়রা জানান, শিবগঞ্জ থানার সাব-ইন্সপেক্টর মামুনসহ একদল পুলিশ অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত আসামি রিজ্জাকুল ইসলাম রাজুকে গ্রেপ্তার করে হ্যান্ডকাফ লাগিয়ে থানায় নিয়ে আসার চেষ্টা করে। এ সময় স্থানীয় এলাকাবাসী রাজুকে হ্যান্ডকাফ পরা অবস্থায় পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেয়।...