সম্প্রতি দেশের উত্তরাঞ্চলীয় জেলা রংপুরে অ্যানথ্রাক্স রোগের সংক্রমণ উদ্বেগজনক হারে বেড়ে গেছে। বিগত দুই মাসে জেলায় অ্যানথ্রাক্সে আক্রান্ত হয়ে মারা গেছে শতাধিক গরু। এছাড়া পশুবাহিত এই রোগে এখন পর্যন্ত জেলার অর্ধশতাধিক মানুষ আক্রান্ত হয়েছেন এবং এদের মধ্যে পীরগাছা উপজেলায় ২ জন ব্যক্তি মারা গেছেন। অ্যানথ্রাক্সের প্রকোপ সবচেয়ে বেশি দেখা গেছে রংপুর জেলার পীরগাছা, কাউনিয়া ও মিঠাপুকুর উপজেলায়। মিঠাপুকুরে সরকারি হিসেব অনুযায়ী আক্রান্ত রোগীর সংখ্যা ৬ জন হলেও স্থানীয়রা বলছে, নারী-পুরুষসহ ১৫ জনেরও বেশি অ্যানথ্রাক্সে আক্রান্ত হয়েছেন। রংপুরের পাশাপাশি মেহেরপুরের তিন উপজেলায় এ রোগে আক্রান্ত হয়েছে ৪৬৪ জন, যাদের প্রায় সবাই গাংনি উপজেলার বাসিন্দা। এছাড়া দেশের আরও কয়েকটি জেলায় অ্যানথ্রাক্স সংক্রমণের খবর পাওয়া গেছে। অ্যানথ্রাক্স সম্পর্কে পর্যাপ্ত সচেতনতার অভাবে মানুষের শরীরে ছড়িয়ে পড়ছে সংক্রামক এই ব্যাধি এবং এ রোগের প্রাদুর্ভাবে আতঙ্কিত...