ইসলামের পাঁচ ওয়াক্ত নামাজ মানবজীবনের সময়বিন্যাসের এক অনন্য প্রতীক। প্রতিটি নামাজের সময় নির্ধারণে যেমন নির্ভুলতা আছে, তেমনি আছে গভীর আধ্যাত্মিক অর্থ। এর মধ্যে মাগরিবের নামাজ সবচেয়ে সংক্ষিপ্ত সময়ের নামাজ। কারণ এটি সূর্যাস্তের সঙ্গে সঙ্গেই শুরু হয় এবং অল্প সময়ের মধ্যেই শেষ হয়ে যায়। কিন্তু প্রশ্ন হচ্ছে—এই সময়টা ঠিক কতক্ষণ? এই বিষয়ে কোরআন, হাদিস, এবং চার মাজহাবের ফিকহ বিশ্লেষণ স্পষ্ট নির্দেশনা দিয়েছে। মাগরিব নামাজের সময় সূর্য সম্পূর্ণ অস্ত যাওয়ার পরপরই শুরু হয়। রাসুল (সা.) বলেছেন, “যখন সূর্য অস্ত যায়, তখন মাগরিবের সময় শুরু হয়।” (সহিহ বুখারি, হাদিস: ৫৬১; সহিহ মুসলিম, হাদিস: ৬১৩) এ থেকে বোঝা যায়, সূর্যের একটি অংশও দিগন্তে থাকলে নামাজ আদায় করা বৈধ নয়। সূর্য সম্পূর্ণরূপে দিগন্তের নিচে চলে গেলে সময় শুরু হয়। রাসুল (সা.) অন্য এক হাদিসে বলেছেন,...