রাত ২টা ১১ মিনিটে তিস্তা ব্যারেজের ডালিয়া পয়েন্টে পানির উচ্চতা রেকর্ড করা হয় ৫২ দশমিক ৪৬ মিটার, যা বিপৎসীমার ৩১ সেন্টিমিটার ওপরে (স্বাভাবিক পানির উচ্চতা ৫২ দশমিক ১৫ মিটার)। পানি বৃদ্ধির এই ধারা অব্যাহত থাকলে বিপৎসীমা আরও অতিক্রমের আশঙ্কা রয়েছে।ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী বলেন, গত কয়েক দিনের ভারী বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা ঢলের কারণে তিস্তার পানি বিপৎসীমা অতিক্রম করেছে। তীরবর্তী এলাকাবাসীকে আগাম সতর্ক করা হয়েছে এবং ক্ষয়ক্ষতি কমাতে সব প্রস্তুতি নেওয়া হয়েছে। আমি ঘটনাস্থলে উপস্থিত থেকে প্রয়োজনীয় সংখ্যক জিও ব্যাগ সরবরাহ ও তদারকি করেছি। বর্তমানে বাঁধে তেমন কোনো ঝুঁকি নেই।এ অবস্থায় বাঁধ রক্ষায় স্থানীয় জনগণ, রাজনৈতিক নেতাকর্মী ও তরুণরা স্বতঃস্ফূর্তভাবে কাজ করছেন। তারা প্লাস্টিকের বস্তা ও জিও ব্যাগে বালু ও মাটি ভরে বাঁধে প্রতিরক্ষা...