সংযুক্ত আরব আমিরাতে নিজেদের সপ্তম বর্ষপূর্তি উদযাপন করেছে প্রবাসী নারীদের সংগঠন ‘বাংলাদেশ লেডিস ক্লাব’। শনিবার বিকেলে দেশটির আজমান প্রদেশের উম্মে আল মুমিনিন ওমেনস অ্যাসোসিয়েশনে আনন্দ-উচ্ছ্বাস আর বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় এই মিলনমেলা। সংগঠনের এই বার্ষিকী উদযাপনে আমিরাতের বিভিন্ন প্রদেশ থেকে প্রবাসী বাংলাদেশি নারী ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত হন। তন্বী সাবরিন ও মহিউদ্দিন টিটুর সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন লাবণ্য আদিল। অতিথি ছিলেন উপদেষ্টা শরিফা সৈনিক, নুসরাত সামী, ফাতিমা আহাদ, লিজা হোসাইন, সহ-সভাপতি শারমিন রাখী, সাধারণ সম্পাদক নাসরিন আক্তার, সাংগঠনিক সম্পাদক মহেসিনা সুলতানা তানিয়া, নাসরিন সুলতানা, নাজমুন নাহার বুবলী ও নাজ নাজমা। সভাপতি লাবণ্য আদিল বলেন, “ব্যস্ত প্রবাস জীবনে আমরা শুধু আনন্দ-বিনোদনের জন্য অনুষ্ঠান করি না। আমরা চাই, আমাদের এই ক্লাব প্রবাসে বাংলাদেশের নারীদের জন্য একটি নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম হোক,...