বিএনপিকে শক্তিশালী করতে প্রবাসী বাংলাদেশিদের ভূমিকা অনস্বীকার্য বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। শনিবার রাতে বহির্বিশ্ব বিএনপির উদ্যোগে আয়োজিত এক ভার্চুয়াল সভায় প্রধান অতিথির বক্তব্য দেন তিনি। নজরুল ইসলাম খান বলেন, “বিগত ১৭ বছরের লড়াই-সংগ্রামে প্রবাসীরা যে ভূমিকা রেখেছেন, তা বিএনপিকে আজকের অবস্থানে নিয়ে এসেছে। বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে বিএনপির মতো অভিজ্ঞ রাজনৈতিক দলের নেতৃত্বে রাষ্ট্র পরিচালনা এখন সময়ের দাবি।” সভায় সভাপতিত্ব করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন। এতে মালদ্বীপ, মালয়েশিয়া, জাপান ও সিঙ্গাপুরসহ বিভিন্ন দেশে অবস্থানরত দলের নেতা-কর্মীরা অংশ নেন। এতে উপস্থিত ছিলেন মালদ্বীপ বিএনপির সভাপতি মো. খলিলুর রহমান...