বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার মিডিয়ার বিভাগীয় সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ বলেছেন, বাংলাদেশের ৩১টি রাজনৈতিক দলের সঙ্গে ঐক্যমত কমিশন আলোচনা করেছে সেখানে ২৬টি দল পিআর পদ্ধতির পক্ষে মত দিয়েছে। সুতরাং নির্বাচন হতে হবে পিআর পদ্ধতিতেই। রোববার (৫ অক্টোবর) দুপুরে ময়মনসিংহ প্রেসক্লাবে পাঁচ দফা দাবি বাস্তবায়নে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন মতিউর রহমান। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ মহানগর আমির মাওলানা কামরুল আহসান এমরুল। পাঁচ দফা দাবি হলো, জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন, উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, গণহত্যা ও দুর্নীতির বিচার করা, ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা। মতিউর রহমান আকন্দ বলেন, দেশ স্বাধীনের পর ১২টি জাতীয় নির্বাচনের মাত্র তিনটি হয়েছে সুষ্ঠু। আর কোনো নির্বাচন সুষ্ঠু হয়নি। কেয়ারটেকার সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন...