বিএনপি প্রস্তাব দিয়েছে নির্বাচনের সঙ্গে গণভোট হবে। জামায়াত সংবিধান আদেশ জারির মাধ্যমে নির্বাচনের আগে সনদ কার্যকর এবং গণভোট চায়। গণভোট কবে হবে- প্রশ্নে হামিদুর রহমান আযাদ বলেছেন, জনগণ গণভোটে অভ্যস্ত না। আমরা মনে করি, জাতীয় নির্বাচনকে কোনো ধরনের সমস্যা না ফেলে, নভেম্বর অথবা ডিসেম্বরে গণভোট হতে পারে। সংসদ নির্বাচনের তপশিলের আগেও হতে পারে। গণভোট হয়ে গেলে ফেব্রুয়ারিতে নির্বাচন হতে কোন ধরনের বাঁধা নাই। আমরাও বাঁচি, জাতিও বাঁচে। জুলাই সনদের আইনি ভিত্তির জন্য আগে থেকেই গণভোট দাবি করছে জামায়াত। হামিদুর রহমান আযাদ বলেছেন, গণভোট হলে, কেউ আর সংস্কারকে চ্যালেঞ্জ করতে পারবে না। সংসদও সনদকে প্রত্যাখ্যান করতে পারবে না। বিএনপির সঙ্গে জামায়াতের দূরত্ব নেই জানিয়ে হামিদুর রহমান আযাদ বলেন, গণভোটের ফলাফল যদি বিপক্ষেও যায়, জামায়াত মেনে নেবে। গণভোট আগে না পরে এটা...