একটি স্বপ্ন আর একটি আশ্বাস ছিল ঘর পাবেন গৃহহীনরা। বদলে যাবে জীবনের স্বপ্ন। গণঅভ্যুত্থানে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার থেকে মুজিববর্ষের উপহার হিসেবে দেশের বিভিন্ন প্রান্তে বাস্তবায়িত হয়েছিল আশ্রয়ণ প্রকল্পের ঘর। এরই অংশ হিসেবে কক্সবাজারের টেকনাফ উপজেলার বিভিন্ন ইউনিয়নে ভূমিহীনদের দেওয়া হয়েছে সাড়ে ৫০০ ঘর। এর মধ্যে হোয়াইক্যং ইউনিয়নের খারাংখালীতে নির্মিত হয় ৬০টি ও মিনাবাজারে দেওয়া হয় ৭২টি সেমিপাকা ঘর। উদ্দেশ্য ছিল গৃহহীনদের পুনর্বাসন করা। কিন্তু সেই স্বপ্ন আজ এক আতঙ্কের নাম হয়ে দাঁড়িয়েছে। যেখানে বসবাস করার কথা ছিল নিরাপদে, সেখানে এখন রাজত্ব চলছে মাদকসেবী ও স্থানীয় অপরাধীদের। তাদের ভয়ে আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের কেউ ঘর ছেড়ে চলে যাচ্ছেন, আবার কেউ বিক্রি করে দিচ্ছেন পানির দামে। এরই মধ্যে শতাধিক ঘর বিক্রি হয়ে গেছে। তবে বিক্রি করার কোনো নিয়ম না...