সমুদ্র উপকূলে হাজার বছরের প্রাচীন শহরগুলোর মধ্যে চট্টগ্রাম বন্দর নগরী। এ শহরেরই খুব পরিচিত একটি ঐতিহ্যবাহী স্থান পার্সিভ্যাল হিল। জীবন কেন এখানে স্বপ্নের মতো সহজ এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে বলা যায়, ভূঁইয়া ইম্পেরিয়াম আবাসিক প্রকল্পের খুব কাছেই আছে চট্টগ্রাম কলেজ, হাজী মুহাম্মদ মহসীন কলেজ, চট্টগ্রাম মেডিকেল কলেজসহ দৈনন্দিন জীবনের সব ধরনের সহজ সমাধান। এ এলাকায় আছে অর্থনৈতিক আধুনিক ব্যবস্থা, উন্নতমানের যোগাযোগ ব্যবস্থা। সমতল ভূমি থেকে সুউচ্চে এই প্রকল্পটি বাস্তবায়ন হয়েছে। এ কারণে শহরের সবচেয়ে উচ্চতাসম্পন্ন এই স্থাপত্যশৈলীর থেকে পাখির চোখে শহরের বিশালতা দেখা যায়। ভৌগোলিক অবস্থানের কারণে সমুদ্রের ঢেউ ছুঁয়ে আসা দক্ষিণা বাতাসে সবসময় শীতলছোঁয়া পাওয়া যায় ভূঁইয়া ইম্পেরিয়াম স্বপ্নিল আবাসনে। যে সকালের শুরু হয় এমন দারুণ ঢেউ ছুঁয়ে আসা বাতাসে, সেখানে তো সব আয়োজন স্বপ্নের মতোই! চিরসবুজ ছায়াকে...