বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন আজ। রোববার সারাদিন নানামুখী ব্যস্ততা ছিল বিসিবিতে। বিশাল সব ব্যানার টানানো হয়েছে বিসিবির কার্যালয়ের দেওয়ালে। সাংবাদিক ও কাউন্সিলরদের আনাগোনায় মুখরিত ছিল বোর্ড প্রাঙ্গণ। কাল ভোটাধিকার নিশ্চিত হয় বাদ যাওয়া সেই ১৫ ক্লাবেরও। কিন্তু নির্বাচন হবে এমন আশা নিয়ে আজ যারা হোটেল সোনারগাঁওয়ের বলরুমে যাবেন, তারা শুধু নাটকের শেষ দৃশ্যটাই দেখতে পাবেন। কারণ, নাটকের মূল অংশ, মূল ‘নির্বাচন’, হয়ে গেছে গত ৩ অক্টোবর গভীর রাতে বনানীর হোটেল শেরাটনের এক নিরিবিলি কক্ষে। গল্পের মতো শোনালেও ঠিকই পড়ছেন। নির্বাচনের তারিখ ৬ অক্টোবর হলেও, ৯৫ শতাংশ ভোট পড়েছে তিনদিন আগেই! ই-ব্যালটের নামে অনুষ্ঠিত এই ‘আগাম নির্বাচন’ বিসিবির ইতিহাসে এক ‘কালো অধ্যায়’ হয়ে থাকবে। এর মধ্যেই কাল শেষ চেষ্টা হিসাবে প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারক লিপি দিয়েছেন, নির্বাচন বর্জন করা...