এক. যদি বলা হয় যে ক্যানসার, হৃদরোগ বা অন্যান্য জটিল ও প্রাণঘাতী রোগের চেয়েও ভয়ংকর হচ্ছে বাল্যবিবাহ (চাইল্ড ম্যারেজ), তাহলে খুব একটা ভুল বলা হবে বলে মনে হয় না। এর কারণ, ঘাতক রোগে একজন আক্রান্ত রোগীর মৃত্যু বা ক্ষতি ঘটে। অথচ এর বিপরীতে, বাল্যবিবাহ একটা মেয়ে ও তার প্রজন্মকে নিঃশেষ করে দেয়। প্রথমেই জানা যাক, বাল্যবিবাহ বলতে কী বোঝায়? চাইল্ড ম্যারেজ বা বাল্যবিবাহ বলতে ১৮ বছরের নিচে ছেলে-মেয়েদের মধ্যে প্রাতিষ্ঠানিক বিবাহ বা অপ্রাতিষ্ঠানিকভাবে একত্রে বসবাস (লিভিং টুগেদার) করাকে বোঝায়। গায়ে কাঁটা দেওয়ার মতো তথ্য হচ্ছে, সারা পৃথিবীতে প্রতি বছর প্রায় দেড় কোটি মেয়েকে ১৮ বছর পৌঁছার পূর্বে বিয়ে দিয়ে অপমৃত্যুর ফাঁদে ফেলা হয়। যার অর্থ, প্রতি মিনিটে ২৮ জন এবং প্রতি দুই সেকেন্ডে একজন অবিবাহিত মেয়ে এমনতর ‘অপমৃত্যু’র শিকার হচ্ছে।...