তৈরি পোশাকের রপ্তানি কমেছে। যে কারণে দেশের সামগ্রিক রপ্তানিও কমে গেছে। সবশেষ গত সেপ্টেম্বরে আগের বছর সেপ্টেম্বরের তুলনায় রপ্তানি আয় ৪ দশমিক ৬১ শতাংশ কমেছে বলে রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্যে উঠে এসেছে। তবে একক মাস হিসেবে রপ্তানি কমলেও বেড়েছে প্রথম প্রান্তিকে। প্রথম প্রান্তিকে মোট রপ্তানি বেড়েছে ৫ দশমিক ৬৪ শতাংশ। ইপিবির সর্বশেষ হালনাগাদ তথ্যমতে, এ বছরের গত সেপ্টেম্বর মাসে বাংলাদেশের তৈরি পণ্য বিশ্ববাজারে রপ্তানি করে আয় হয়েছে ৩৬২ কোটি ৭৫ লাখ ৮০ হাজার ডলার। যা বাংলাদেশি মুদ্রায় (১২১.৮১ টাকা ধরে) ৪৪ হাজার ১৮৭ কোটি ৫৫ লাখ ১৯ হাজার ৮০০ টাকা। এ ছাড়া অর্থবছরের প্রথম প্রান্তিকে ১ হাজার ২৩১ কোটি ৩৯ লাখ ৩০ হাজার ডলারের পণ্য রপ্তানি হয়েছে। তবে এক মাসের হিসাবে রপ্তানি আয় কমলেও প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে বলে...