নেতাকর্মীদের মধ্যে অসুস্থ প্রতিযোগিতা * পৃথক কর্মসূচি, পরস্পরের প্রতি নেতিবাচক মনোভাব রাজশাহীর ছয়টি আসনের মধ্যে চারটিতে দলীয় মনোনয়ন নিয়ে বিএনপির নেতাকর্মীদের মধ্যে বিভক্তি প্রকট হয়ে উঠেছে। মনোনয়নপ্রত্যাশী নেতারা আলাদাভাবে দলীয় কর্মসূচি পালন করছেন। পরস্পরের বিরুদ্ধে তারা চাঁদাবাজি ও দখলবাজির অভিযোগ তুলছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে একে অপরের চরিত্র হননের চেষ্টা। এক গ্রুপের ওপর আরেক গ্রুপের হামলা ও সহিংসতাও থেমে নেই। প্রতিপক্ষের হামলায় ইতোমধ্যে তিন কর্মী নিহত হয়েছেন। আহত হয়েছেন অনেকে। পালটাপালটি মামলাও হয়েছে। দলীয় নেতাকর্মীরা বলছেন, মনোনয়নপ্রত্যাশী নেতাদের নেতিবাচক প্রতিযোগিতা দুঃখজনক। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এর প্রভাব পড়তে পারে। রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে দ্বন্দ্ব সবচেয়ে বেশি। দলীয় সংঘর্ষে বিএনপি কর্মী গনিউল হক এবং কৃষক দল নেতা নেকশার আলী নিহত হয়েছেন। এ ঘটনায় শতাধিক নেতাকর্মীর নামে মামলা হয়েছে। মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে রয়েছেন- বিএনপি চেয়ারপারসনের...