প্রজনন মৌসুম নির্ধারণ খতিয়ে দেখতে বলেছি তারা কথা শোনেনি -ব্যবসায়ী গোপাল সাহা * প্রজনন মৌসুম নির্ধারণ সহজ বিষয় নয়, বহু গবেষণার ফল এটি -গবেষক ড. আনিসুর রহমান উৎপাদন বাড়াতে দেশজুড়ে চলছে ইলিশ শিকারে নিষেধাজ্ঞা। ৪ অক্টোবর থেকে শুরু হওয়া এই নিষেধাজ্ঞা চলবে ২৫ অক্টোবর পর্যন্ত। টানা ২২ দিন নদী সাগরে জাল ফেলতে পারবে না জেলেরা। ইলিশের ডিম ছাড়ার মৌসুম হিসাব করে এই নিষেধাজ্ঞা দেওয়া হলেও শেষ পর্যন্ত কতটুকু বাঁচবে মা ইলিশ তাই নিয়ে প্রশ্ন তুলেছেন জেলেরা। এখনো ডিম আসেনি ইলিশের পেটে দাবি করে তারা বলছেন, এই ২২ দিনে ডিম এলেও তা পরিপক্ব হওয়ার সম্ভাবনা নেই। ফলে নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর যখন জেলেরা নামবে পানিতে তখন গণহারে মারা পড়বে মা ইলিশ। সেই সাথে ব্যর্থ হবে নিষেধাজ্ঞা দিয়ে মা ইলিশ বাঁচানোর উদ্যোগ।...