দেশে নিম্ন-আয়ের দুস্থ মানুষ আবাসন সংকটে দিশেহারা। অনেকেই স্থায়ী আশ্রয়ের অভাবে রোদে পুড়ছে, বৃষ্টিতে ভিজছে। ফুটপাত বা ওভারব্রিজের নিচে পলিথিনের ঘরে দিন-রাত পার করছে। শহরে নিম্ন-আয়ের মানুষের আবাসনের জন্য নেওয়া প্রকল্পগুলো ধনীদের কবজায় চলে গেছে। ফলে শহরের বস্তি এলাকায় বসতি বাড়ছে। বিভিন্ন বস্তিতে বসবাস করছে ১৮ লাখ ৪৮৬ মানুষ। গ্রামে দরিদ্রদের জন্য নেওয়া প্রকল্পগুলো অংশগ্রহণমূলক না হওয়ায় তা সুফল বয়ে আনেনি। গুচ্ছগ্রাম, আশ্রয়ণ প্রকল্প বাস্তবায়নের পর এখনো শহর ও গ্রাম মিলে ৬০ লাখ দুস্থ পরিবার বাসস্থান ঘাটতিতে ভুগছে। এ ধারা অব্যাহত থাকলে ২০৩০ সালে ঘাটতি দাঁড়াবে ১ কোটি ৫ লাখ। এছাড়া জলবায়ু পরিবর্তনজনিত কারণে দিনদিন দেশে উদ্বাস্তুর সংখ্যা বাড়ছে। এ পরিস্থিতি সম্পর্কে জানার পরও সরকারের পক্ষ থেকে নিম্ন-আয়ের মানুষের আবাসন নিশ্চিতে জাতীয় পর্যায় থেকে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না।...