ভোলায় ইলিশের ভরা প্রজনন ও ডিম ছাড়া নিশ্চিত করতে ২২ দিন মাছ ধরায় নিষেধাজ্ঞা আরোপ করেছে মৎস্য অধিদপ্তর। এ সময় মাছ ধরতে না পারায় ক্ষতিগ্রস্ত নিবন্ধিত এক লাখ ৪৩ হাজার ৪৩৮ জেলে পরিবারের জন্য সরকারের তরফ থেকে ২৫ কেজি হারে তিন হাজার ৫৮৫ দশমিক ৯৫০ টন চাল বরাদ্দ দেওয়া হলেও এই তালিকায় নেই বেঁদে ও মান্তা জেলেরা। এদিকে ২২ দিন জাল ফেলতে বা বড়শিতে মাছ ধরতে পারবেন না বেঁদে ও মান্তা সম্প্রদায়ের জেলেরাও। পরিবার পরিজনের মুখে ভাতের জোগান দিতে বাধ্য হয়ে অনেকে এলাকা ছাড়ছেন। জেলা সদরের রাজাপুর জোড়খালে রয়েছে দেড় শতাধিক মান্তা সম্প্রদায়। শনিবার দুপুরে বেশ কিছু পরিবারকে নৌকা নিয়ে এলাকা ছাড়তে দেখা গেছে। সোহেল সরদার, রাকিব সরদার, জুয়েলের পরিবারকে এক জোটে চলে যেতে দেখা যায়। মান্তা সম্প্রদায়ের সিনিয়র সর্দার...