এসএম বদরুল আলমঃ৫ আগস্ট ২০২৪—বাংলাদেশের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ দিন। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে সাবেক আওয়ামী ফ্যাসিবাদী সরকারের পতনের মধ্য দিয়ে দেশে নতুন অধ্যায় সূচিত হয়। অন্তর্বর্তীকালীন সরকার গঠন এবং প্রশাসনে শুদ্ধি অভিযানের সূচনা তখন সাধারণ মানুষের মনে আশার সঞ্চার করেছিল। কিন্তু সময়ের অল্প ব্যবধানে দেখা যাচ্ছে, সেই শাসনের প্রেতাত্মা এখনও জীবিত রয়েছে—আর সেই ছায়া আজও দৃশ্যমান দেশের অন্যতম বৃহৎ শিল্পপ্রতিষ্ঠানওয়ালটন গ্রুপেরওপর। অভিযোগ উঠেছে, ওয়ালটন মালিকপক্ষ বহু বছর ধরে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও তার ঘনিষ্ঠ কয়েকজন শীর্ষ পুলিশ কর্মকর্তার সঙ্গে আঁতাত করে রেখেছিল। এই তালিকায় রয়েছেন ঢাকা মহানগর পুলিশের কমিশনার মো. হাবিবুর রহমান, ডিবি প্রধান হারুন অর রশীদ, সাবেক সিআইডি’র একজন কর্মকর্তা এবং সাইবার সিকিউরিটি সেলের প্রধান মনিরুল ইসলাম। এই প্রভাবশালী নেটওয়ার্কের সহায়তায় ওয়ালটন সারা দেশের বিক্রয় প্রতিনিধিদের ওপর চালিয়েছে...