০৬ অক্টোবর ২০২৫, ০১:২০ এএম | আপডেট: ০৬ অক্টোবর ২০২৫, ০১:২০ এএম বিদায়ী সেপ্টেম্বর মাসে প্রবাসীরা ২৬৮ কোটি ৫৮ লাখ ডলারের প্রবাসী আয় পাঠিয়েছেন, যা আগের মাসের চেয়ে সাড়ে ১৬ কোটি ডলার বেশি। বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য পাওয়া গেছে। বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুসারে, গত সেপ্টেম্বর মাসের প্রথম ২১ দিনে দেশে দুই বিলিয়ন বা ২০০ কোটি ডলারের বেশি প্রবাসী আয় আসে। বিদায়ী মাসের প্রথম ২১ দিনে সব মিলিয়ে ২০৩ কোটি ১০ লাখ ডলার পাঠান প্রবাসীরা। গত বছরের ওই সময়ে রেমিট্যান্স আসার পরিমাণ ছিল ১৬৩ কোটি ৪০ লাখ ডলার। বাংলাদেশ ব্যাংক বলছে, আগস্টে প্রবাসী আয় এসেছিল ২৪২ কোটি ১৮ লাখ ডলার এবং গত বছরের সেপ্টেম্বরে আয় এসেছিল ২৪০ কোটি ৪১ লাখ ডলার। ফলে আয় গত মাসে বেড়েছে। ব্যাংক-সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, গত...