বাংলাদেশের খ্যাতিমান আলোকচিত্রী শহিদুল আলমসহ একদল সাংবাদিক, চিকিৎসক ও অধিকারকর্মী যে জাহাজে চড়ে গাজার দিকে যাচ্ছেন, সেটার ওপর একটি সামরিক বিমানকে চক্কর দিতে দেখা গেছে। বিমানটিকে ইসরাইলের বলে ধারণা করছেন ওই জাহাজে থাকা স্বেচ্ছাসেবকরা। এর মাধ্যমে স্বেচ্ছাসেবকদের ভয় দেখানোর চেষ্টা করা হচ্ছে বলেও মনে করছেন তারা।গ্লোবাল সুমুদ ফ্লোটিলার পর সব জাহাজ ও এগুলোর স্বেচ্ছাসেবকদের আটকের পর ইসরাইলি অবরোধ ভাঙতে গাজা অভিমুখে নতুন করে রওনা হয়েছে আরও ১১টি জাহাজ। থাউজান্ড ম্যাডলিনস টু গাজা (টিএমটিজি) নামে নৌবহরটির একটি জাহাজ হলো ‘কনসায়েন্স’। এই জাহাজটিতেই একদল সাংবাদিক, চিকিৎসক ও অধিকারকর্মীর সঙ্গে রয়েছেন শহিদুল ইসলামও।ইসরাইলি হামলার আশঙ্কার মধ্যে গাজার উদ্দেশে দুঃসাহসিক এই যাত্রার লাইভ সম্প্রচার করা হচ্ছে। সেই সঙ্গে প্রতি মুহূর্তের আপডেট জানাচ্ছেন স্বেচ্ছাসেবকরা। রোববার (৫ অক্টোবর) বিকেলে শহিদুল ইসলামের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে মিডল ইস্ট...