অনুষ্ঠান উদযাপন কমিটির সভাপতি ধর্মানন্দ থের বলেন, আমাদের সিদ্ধার্থ গৌতম যখন বুদ্ধত্ব জ্ঞান লাভ করেছিলেন, তখন উনি আসলেই জ্ঞান লাভ করেছেন কিনা সেটা পরীক্ষা করা হয়েছিল। সেই পরীক্ষাটা হয়েছিল কীভাবে? উনার চুলটা কেটে ভাসিয়ে দিয়েছিল। ভাসিয়ে দেওয়ার পর উনি বলেছিলেন- যদি আমি সত্যি জ্ঞান লাভ করি, তাহলে আমার চুল নিচে যাবে না, সেটা উপরে চলে যাবে। পরে সেগুলো স্বর্গে চলে যায়।তিনি আরও বলেন, সেই চুলগুলোকে আমরা ধাতু বলি। আর গৌতমের সেই স্মৃতি স্মরণ করেই আমরা এই রীতি পালন করি। যেহেতু তার চুল স্বর্গে গিয়েছে, তাই আমরা ফানুস উড়িয়ে উদযাপন করি। সমগ্র বৌদ্ধপ্রধান দেশেই এই রীতি পালিত হয়।ধর্মানন্দ থের বলেন, বৌদ্ধদের মধ্যে যারা ভিক্ষু আছেন, তারা যে গেরুয়া বসন পরে থাকেন, ভক্তরা বছরের মধ্যে একবার তাদের সে গেরুয়া বসন বা চীবর...